বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

বিএনপির রাজনীতি ছাড়লেন গায়ক আসিফ

বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন গায়ক আসিফ আকবর। সক্রিয় রাজনীতি করার জন্য বেশ কয়েক মাস ধরেই আসিফ গানের জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গতকাল অনেকটা আকস্মিকভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপার্সন বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খালেদা জিয়া উপস্থিত না থাকায় অফিস কর্তৃপক্ষের নিকট এ পদত্যাগপত্র জমা দেন আসিফ। জানা গেছে, গত ৩১ জানুয়ারি আসিফ আকবর কুমিলস্নার একটি হোটেলে অনুষ্ঠিত ছাত্রদলের এক সভায় লাঞ্ছিত হন। এ ঘটনায় তিনি কুমিলস্না জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকসহ ২৫ নেতামর্ীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। এরপর বিভিন্ন মহল থেকে মামলা তুলে নেয়ার জন্য আসিফের উপর চাপ সৃষ্টি করা হয়। বিচার না পেয়ে উল্টো মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়ায় ক্ষুব্ধ হয়ে আসিফ পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2009 Welcome To Bangla Music Prince Asif Akbar Blog | Design by: Bangla Hacks